ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লাখাইয়ে যুদ্ধাপরাধ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
লাখাইয়ে যুদ্ধাপরাধ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আটক ২

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলায় যুদ্ধাপরাধ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার মুড়িয়াইক গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মুড়িয়াউক গ্রামের আশিক উল্লাহের ছেলে জাহিদ মিয়া (৭২) ও একই গ্রামের সুধীন মিয়ার ছেলে তাজুল ইসলাম খোকন (৭০)।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বাংলানিউজকে জানান, আটক দুই ব্যক্তি মুড়িয়াউক গ্রামের মো. ইলিয়াছ কামালের দায়েরকৃত মামলার আসামি এবং কুখ্যাত রাজাকার সফির সহযোগী।

তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।