ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধা মোতালিবকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
মুক্তিযোদ্ধা মোতালিবকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার (অর্থ) মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিবকে (৬৬) রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।  

বুধবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার দ্বীপেশ্বর গোলচত্বরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন-মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিটের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মবিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডার এম এ সালাম প্রমুখ।

মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জ শহরের মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মোতালিব মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার পূর্ব দ্বীপেশ্বর এলাকার বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।