গুরুচাঁদ মতুয়া মিশন কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে বুধবার (২২ নভেম্বর) বেলা ১১টায় নাচনাপাড়া কালী মন্দিরের সামনে ধান কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করা হয়।
পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য ৠালি বের করা হয়।
সভায় উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুলচন্দ্র হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভির, জেলা পরিষদ সদস্য ফিরোজ সিকদারসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রাতে হরিনাম সংকীর্তন ও কবি গানের আয়োজন করা হয়েছে। দুই দিনের এ অনুষ্ঠানে মতুয়া মিশনের সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নিয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
এমএস/ওএইচ/