ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
রাজশাহীতে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে ফেনসিডিলসহ আটক দুই মাদক ব্যবসায়ী/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ৫৫৫ বোতল ফেনসিডিলসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫।

বুধবার (২২ নভেম্বর) ভোর সোয়া ৭টার দিকে মহানগরীর মতিহার থানাধীন শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। বিকেলে র্যাবের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

 

আটকরা হলেন- মহানগরীর চরখিদিরপুর এলাকার সুলতান শেখের ছেলে রেন্টু (৩৫) ও একই এলাকার মৃত জমের উদ্দিনের ছেলে মোস্তাকিন (৪৭)।  

র্যাব-৫ অপারেশন কমান্ডার মেজর শিবলি মোস্তফা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, মহানগরীর মতিহার থানার এলাকার শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ে দুই মাদক ব্যবসায়ী ফেনসিডিল কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এসময় ওই এলাকায় অভিযান চালিয়ে ৫৫৫ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ফেনসিডিলসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বিকেলে তাদের মতিহার থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।