বুধবার (২২ নভেম্বর) সকালে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খালিজুরি গ্রামে এ ঘটনা ঘটে। আল আমিন নামে অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয় খালিজুরি গ্রামে পল্লী বিদ্যুৎ সংযোগের জন্য ১৭ টি বৈদ্যুতিক খুঁটির অনুমোদন হয়। কিন্তু ঠিকাদার সাইদুর ইসলাম ১৫টি খুঁটি স্থাপন করে কাজ সম্পন্ন করে।
বুধবার সকালে ঠিকাদার সাইদুল খালিজুরি স্কুল মাঠ থেকে বিদ্যুতের ৩টি খুঁটি সরিয়ে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসী বাধা দেয়। এ সময় বাক-বিতণ্ডার এক পর্যায়ে আল-আমিন নামে এক যুবক সাইদুলকে ছুরিকাঘাত করেন।
এ ঘটনায় সাইদুল বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করলে বিকেলে পুলিশ আল-আমিনকে গ্রেফতার করে।
এ ব্যাপারে শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার যুবরাজ চন্দ্র পাল বলেন, পল্লী বিদ্যুতের ঠিকাদার সাইদুল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সাইদুলের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের শম্ভুগঞ্জে আধাঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহমদ বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
এমজেএফ