বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ এই আদেশ দেন। সাজাপ্রাপ্ত রবি রোজারিও বড়াইগ্রাম উপজেলার পারবর্ণি গ্রামের ফ্রানসিস রোজারিও' র ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় রবি রোজারিও বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ১০ লিটার চোলাই মদসহ তাকে আটক করা হয়।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক দুই মাসের কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
এনটি