ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বন্ধের দিনেও খোলা থাকছে কর অফিস 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
বন্ধের দিনেও খোলা থাকছে কর অফিস 

কুমিল্লা: ২৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে আয়কর সপ্তাহ-২০১৭। কর দিবস উদযাপনের মাধ্যমে ৩০ নভেম্বর শেষ হবে আয়কর সপ্তাহ।

শুক্রবার এবং শনিবার বাংলাদেশের সকল কর অফিস খোলা থাকবে। বন্ধের দিনেও প্রতিদিনের মতো আয়কর রিটার্ন জমা দেওয়া এবং কর সম্পর্কিত সকল সেবা পাওয়া যাবে।

কর অঞ্চল-কুমিল্লা ও এর অধিক্ষেত্রাধীন ছয় জেলা- নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়ায় আয়কর সপ্তাহ উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছে।  

রিটার্ন পূরণে সহায়তা, অনলাইলে রিটার্ন দাখিল, ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান, ইটিআইএন রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশন এবং তৎক্ষণাৎ প্রাপ্তি স্বীকারপত্র প্রদান এর মধ্যে অন্যতম। সপ্তাহজুড়ে করদাতাদের জন্য বিভিন্ন ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে করে স্বল্প সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করা যায়।

কর অঞ্চল- কুমিল্লার সদর দপ্তরের (প্রশাসন) ডেপুটি কর কমিশনার বাপন চন্দ্র দাস জানান, করদাতাদের আগ্রহ এবং সময় বিবেচনায় এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেননা নির্ধারিত সময়ে আয়কর রিটার্ন দাখিলের ব্যর্থতায় বেতন-ভাতাদি  উত্তোলনে অসুবিধা হবে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।