শুক্রবার এবং শনিবার বাংলাদেশের সকল কর অফিস খোলা থাকবে। বন্ধের দিনেও প্রতিদিনের মতো আয়কর রিটার্ন জমা দেওয়া এবং কর সম্পর্কিত সকল সেবা পাওয়া যাবে।
রিটার্ন পূরণে সহায়তা, অনলাইলে রিটার্ন দাখিল, ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান, ইটিআইএন রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশন এবং তৎক্ষণাৎ প্রাপ্তি স্বীকারপত্র প্রদান এর মধ্যে অন্যতম। সপ্তাহজুড়ে করদাতাদের জন্য বিভিন্ন ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে করে স্বল্প সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করা যায়।
কর অঞ্চল- কুমিল্লার সদর দপ্তরের (প্রশাসন) ডেপুটি কর কমিশনার বাপন চন্দ্র দাস জানান, করদাতাদের আগ্রহ এবং সময় বিবেচনায় এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেননা নির্ধারিত সময়ে আয়কর রিটার্ন দাখিলের ব্যর্থতায় বেতন-ভাতাদি উত্তোলনে অসুবিধা হবে।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
বিএস