ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাল সার্টিফিকেট ও এনআইডি তৈরির সরঞ্জামসহ একজন আটক

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
জাল সার্টিফিকেট ও এনআইডি তৈরির সরঞ্জামসহ একজন আটক জাল সার্টিফিকেট ও এনআইডি তৈরির সরঞ্জামসহ একজন আটক

রংপুর: রংপুরে জাল সার্টিফিকেট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির সরঞ্জামসহ সুরেন্দ্রনাথ শর্মা (৩৭) নামে একজনকে আটক করেছে র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দল।

বুধবার (২২ নভেম্বর)  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দল নগরীর লালবাগ খামার মোড়স্থ ‘ফটো প্যালেস ডিজিটাল স্টুডিও এন্ড কালার ল্যাব’ এ অভিযান চালিয়ে তাকে আটক করে।

সুরেন্দ্রনাথ নগরীর গুপ্তপাড়ার মৃত সুখী শর্মার ছেলে।

এসময় জাল সার্টিফিকেট ও দলিলপত্র প্রস্তুতের সরঞ্জামাদি জব্দ করে র‌্যাব। র‌্যাব জানায়, জব্দকৃত আলামতসমূহ ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারনামূলকভাবে বিভিন্ন বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেটসহ মূল্যবান দলিলপত্রাদি প্রস্তুত করে বিক্রি করে আসছে বলে স্বীকার করেছে সুরেন্দ্রনাথ।

বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘন্টা, নভেম্বর ২২, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।