ক্ষোভ আর দুঃখ নিয়ে নিজের সহজ-সরল আঞ্চলিক ভাষায় বাংলানিউজকে কথাগুলো বলে কেঁদে ফেললেন দরিদ্র বয়োবৃদ্ধ দারগ আলী মিয়া।
তিনি নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
তিনি জানান, সংসারে বৃদ্ধা স্ত্রী ছাড়া আপনজন বলতে কেউ নেই তার। ছেলে সন্তানহীন ওই বৃদ্ধের দুই মেয়ে রয়েছেন, তবে তারা স্বামীর সংসারে থাকেন। কিন্তু জীবনের শেষ পর্যায়ে এসে দারগ আলী স্ত্রীকে নিয়ে দারিদ্র্যতার কষাঘাতে দুঃখে কষ্টে সময় পার করছেন বলে তার দাবি।
তিনি প্রশ্ন তোলেন, ‘চুল-দাঁত আর বয়স সব শেষ হয়ে গেল কিন্তু ভাতা গেল কই?’
বাংলাদেশ সময়: ০৭১৪ ঘণ্টা, ২৩ নভেম্বর ২০১৭
এমআরপি/