ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
ঈশ্বরদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

ঈশ্বরদী: ঈশ্বরদী শহরের পিয়ারাখালী থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ টনিক সরকার (২৮) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) গভীর রাতে গোরস্তানপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।  টনিক ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারাখালী এলাকার  জয়নাল আবেদিন মাস্টারের ছোটে ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে সহকারী পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল জহুরুল হকসহ পুলিশের একটি দল ঈশ্বরদী শহরের পিয়ারাখালী গোরস্তানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজটয়েকে বলেন, গ্রেফতার টনিকের বিরুদ্ধে হত্যা, মাদকসহ একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিলো।

গ্রেফতারের পর তাকে পাবনা জেলা হাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।