ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় কৃষক হত্যায় একজনের ফাঁসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
নেত্রকোনায় কৃষক হত্যায় একজনের ফাঁসি

নেত্রকোনা: নেত্রকোনার আটপাড়া উপজেলার কৃষক আবুল মনসুরকে কুপিয়ে হত্যার দায়ে রুবেল মিয়া নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আসামিকে আরো ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কেএম রাশেদুজ্জামান রাজা আসামির অনুপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রুবেল উপজেলার মোগলহাট্টা গ্রামের মো. হেলিমের ছেলে।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ সাইফুল আলম প্রদীপ বাংলানিউজকে জানান, জমি সংক্রান্ত বিরোধের কারণে ২০১২ সালের ৮ অক্টোবর দুপুরে মোগলহাট্টা গ্রামের গণেশের বিলে কৃষক মনসুরকে কুপিয়ে হত্যা করেন রুবেল। এ ঘটনার দুই দিনপর মনসুরের বাবা মো. সিদ্দিক মিয়া আটপাড়া থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। এরপর পুলিশ তদন্ত শেষে ২০১৩ সালের ২১ মে আদালতে রুবেলের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। আদালত দীর্ঘ শুনানি শেষে নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে পলাতক আসামি রুবেলের বিরুদ্ধে রায় ঘোষণা করেন।  

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী দিলোয়ারা বেগম।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।