বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে ২ ছেলে, অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।
শোক বার্তায় উপাচার্য বলেন, ‘অধ্যাপক মো. নুরুল ইসলামের মৃত্যুতে ইংরেজি সাহিত্য জগতের অপূরণীয় ক্ষতি হলো। তিনি শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদানের জন্য জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবারও শোকাহত’।
উপাচার্য মরহুমের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের আত্মার শান্তি কামনা করেন।
উল্লেখ্য মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৯টা হতে ১০টা পর্যন্ত উপাচার্য ভবন সংলগ্ন মাঠে রাখা হবে এবং সকাল ১০টায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। ক্যাম্পাসে তার জানাজা শেষে চাঁদপুর জেলার উয়ারুক গ্রামে তাকে দাফন করা হবে।
অধ্যাপক মো. নুরুল ইসলাম ১৯৩৯ সালের ২৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৭০
সালের ১৫ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে যোগদান করেন। ১৯৯৮ সালের ২৬ আগস্ট অবসর নেন।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
বিএস