ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ সবার জন্য নিরাপদ, বললেন প্রতিমন্ত্রী

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
বাংলাদেশ সবার জন্য নিরাপদ, বললেন প্রতিমন্ত্রী

রংপুর: বাংলাদেশ সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। 

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শনকালে তিনি  এ মন্তব্য করেন।  

প্রতিমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগের ১২ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ তুলে দেন।  

এ সময় উপস্থিত ছিলেন-  স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, হুইপ শহিদুজ্জামান সরকার এমপি, মনোরঞ্জন গোপাল এমপি  প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ২৩,২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।