গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলীমা রায়হানার নেতৃত্বে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল, রাজাবাড়ী ও নীলনগর এলাকায় অভিযান চালায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ভ্রাম্যমাণ আদালত।
এ সময় দুই হাজার ফুট গ্যাস লাইনের পাইপ, রাইজার ও চুলাসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। অভিযানে এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
অবৈধ গ্যাস সংযোগ দেওয়ায় ৫ জনকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের মধ্যে সবুজ মিয়াকে ৫ হাজার টাকা, মাসুদ আহমেদকে ১০ হাজার টাকা, খাদিজা বেগমকে ৫ হাজার টাকা, নুপুর আক্তারকে ২ হাজার টাকা এবং তসলিম উদ্দিনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কালিয়াকৈরের চন্দ্রা জোনাল অফিসের ব্যবস্থাপক মো. সুরুয আলম, উপ-সহকারি প্রকৌশলী বিধান চন্দ্র পাল, উপ-ব্যবস্থাপক মো. রফিকুজ্জামান ও আরিফ হোসেন, সহকারী ব্যবস্থাপক আমজাদ হোসেন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
আরএস/এমজেএফ