ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজাপুরে হানাদার মুক্ত দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
রাজাপুরে হানাদার মুক্ত দিবস পালিত মুক্ত দিবসের র‌্যালি

ঝালকাঠি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠি জেলার রাজাপুর মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ২৩ নভেম্বর বরিশাল অঞ্চলের মধ্যে সর্বপ্রথম রাজাপুর থানা পাক হানাদার মুক্ত হয়। বৃহত্তর বরিশালের মধ্যে রাজাপুরেই প্রথম স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলিত হয়।

দিবসটি উপলক্ষে রাজাপুর প্রেসক্লাবের উদ্যোগে বধ্যভূমিতে শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে স্থানীয় প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সকাল ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

প্রেসক্লাব সভাপতি আহসান হাবীব সোহাগের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল, মুক্তিযোদ্ধা শাহ আলম নান্নু প্রমুখ।

বাংলা‌দেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।