ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ৮০০ কেজি জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
নারায়ণগঞ্জে ৮০০ কেজি জাটকা জব্দ ধলেশ্বরী নদীতে ৮শ’ কেজি (২০ মণ) জাটকা জব্দ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ৮শ’ কেজি (২০ মণ) জাটকা জব্দ করেছে নারায়ণগঞ্জের পাগলা কোস্টগার্ড স্টেশন। যার আনুমানিক মুল্য ২ লাখ ২৪ হাজার টাকা। 

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলার কোস্টগার্ড স্টেশন পাগলার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তাদের টিম গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ধলেশ্বরী নদীর মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ ‘এম ভি জামাল-৩’ থেকে পরিত্যক্ত অবস্থায় ৮০০ কেজি (২০ মণ) জাটকা জব্দ করে।

 

বিকেলে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার সহায়তায় জেলার ৩৭টি মাদ্রাসা ও এতিমখানা এবং দুঃস্থদের মাঝে বিতরণ করা হয় জাটকা মাছগুলো।  

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।