ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে শিক্ষামন্ত্রীর বিবৃতির দাবি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে শিক্ষামন্ত্রীর বিবৃতির দাবি ছবি: সংগৃহীত

সংসদ ভবন থেকে: পাবলিকসহ বিভিন্ন চাকরির পরীক্ষায় একের পর এক প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদল জাতীয় পার্টির সংসদ সদস্য (এমপি) জিয়াউদ্দিন আহমেদ বাবলু। 

তিনি বলেছেন, প্রাথমিকেও প্রশ্ন ফাঁস হয়েছে। এর সঙ্গে শিক্ষকরা জড়িত।

এসব কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে শিক্ষামন্ত্রী কী ব্যবস্থা নেবেন তা জানতে চেয়ে সংসদে ৩০০ বিধিতে বিবৃতির দাবি করছি।  

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ কথা বলেন বাবলু।  

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে বিরোধী দলের এই এমপি বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, আলোকবর্তিকা। কিন্তু দেশের শিক্ষা ব্যবস্থার কী করুণ অবস্থা সেটা কী আমাদের জানা আছে? 

আরও পড়ুন>>
** 
সর্বত্র বাংলা প্রচলনে ‘ভাষা নীতি’ প্রণয়ন হচ্ছে

‘প্রাথমিক সমাপনী পরীক্ষা থেকে শুরু করে প্রত্যেকটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে? এটা হওয়ার কারণ কী? কারণ হচ্ছে শিক্ষা নিয়ে বাণিজ্য। কোচিং সেন্টার, নোট বই জমজমাটভাবে চলছে। ’

তিনি বলেন, প্রাথমিক স্তরের একজন ছাত্র যদি নকল শেখে তবে তারা জাতির জন্য কী করবে? এর থেকে আমরা মুক্তি পেতে চাই। শিক্ষিত জাতি গড়ে তুলতে না পারলে এই জাতির স্তম্ভ ভেঙে পড়বে।  
‘পরীক্ষার একঘণ্টা আগে প্রশ্ন দেওয়া হয় তারপরও প্রশ্ন ফাঁস হয়। এর কারণ শিক্ষকরা; তারা প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠান, সঙ্গে সঙ্গে বাইরে থেকে প্রশ্নের উত্তর চলে আসে। কাজেই প্রযুক্তি একদিকে যেমন কল্যাণ করছে, অন্যদিকে আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ’

এ ব্যাপারে কী করা হবে সে বিষয়ে ৩০০ বিধিতে শিক্ষামন্ত্রীর বিবৃতি দাবি করেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
এসএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।