শুক্রবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
সাদিয়া জেলার বারহাট্টা উপজেলার ইসলামপুর গ্রামের মো. শামীম মিয়ার স্ত্রী।
সাদিয়ার বাবা অটোরিকশা চালক মো. রাহাবুল মিয়া বাংলানিউজকে এসব তথ্য জানান।
সাদিয়া ও শামীম মোক্তারপাড়া এলাকায় গ্রামীণ ব্যাংকে কর্মরত শহীদুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে চার মাস ধরে একটি বাসায় সাবলেট থাকতেন।
শহীদুল বাংলানিউজকে জানান, সকাল ১০টা পর্যন্ত সাদিয়ার কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজায় টোকা দিতে গিয়ে দরজাটি ভেতর থেকে খোলা দেখতে পান। পরে ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে সাদিয়াকে ঝুলতে দেখে প্রতিবেশীদের খবর দেন। পরে নেত্রকোনা পৌর কাউন্সিলর শিমুল চৌধুরী বেবি এসে থানায় খবর দেন। পরে সাদিয়ার স্বামী শামীমকে খবর পাঠালে তিনি ময়মনসিংহে আছেন বলে জানান।
শহীদুল আরো জানান, শামীম বুধবার সকালে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। তবে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সাদিয়ার বাবা তার মেয়ের মোক্তারপাড়া বাসার সন্ধান পান এবং বাসায় এসে কিছুক্ষণ থেকে চলেও যান।
এদিকে পুলিশের সঙ্গে কথা বলার পরপরই শামীমের নম্বরটি বন্ধ হয়ে যায়।
নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন ও হাদিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে এসব বিষয়ের সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ২৪ নভেম্বর, ২০১৭
আরএ