সম্প্রতি জেলার কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, অব্যবহৃত এসব বীজাগারের দেয়াল ও ছাদের পলেস্তরা খসে পড়ছে, দরজা-জানালা ভাঙা। ঝোপঝাড়ে বসবাস করে শিয়াল-কুকুর।
খোঁজ নিয়ে দেখা গেছে, জেলার সব বীজাগারের ভবন জরাজীর্ণ। নির্মাণের পর সংস্কার না করায় ব্যবহারের অনুপযোগী এসব ভবন পরিত্যক্ত রয়েছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা প্রায় অর্ধেক জমি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। অন্যগুলোও দখলে নেওয়ার পাঁয়তারা করছেন। কেবলমাত্র তিনটি বীজাগার ব্যবহার করছে কৃষি বিভাগ।
স্থানীয় প্রবীণ কৃষকরা জানান, ইউনিয়নের ওইসব বীজাগার থেকে স্থানীয় কৃষকরা বীজ, সার, কীটনাশসহ প্রয়োজনীয় সেবা পেতেন। গত দেড়-দুই যুগেরও বেশি সময় ধরে তারা বীজাগারের সেইসব সেবা পাচ্ছেন না।
সচেতন মহল মনে করেন, বীজাগারগুলো দখলমুক্ত করে সংস্কার ও পুণঃনির্মাণ করে উপ সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যম্যে কৃষকদের প্রয়োজনীয় সেবা ও পরমর্শ দেয়া গেলে কৃষির উন্নয়ন হবে। দরিদ্র ও প্রান্তিক কৃষকরা সুফল পাবেন।
লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, ষাটের দশকে লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, কমলনগর ও রামগতি উপজেলায় প্রত্যেক ইউনিয়নে একটি করে মোট ৫২টি বীজাগার স্থাপন করা হয়। এসব বীজাগারে বেশ কয়েক বছর সরকারিভাবে সার, বীজ ও কীটনাশক সংরক্ষণ করা হতো। ইউনিয়ন পর্যায়ে কর্মরত কৃষি সহকারীর মাধ্যমে সেগুলো কৃষকদের মধ্যে বিতরণ করা হতো। এছাড়া বিভিন্ন বিষয়ে কৃষকদের পরামর্শ সহায়তা দেওয়া ছাড়াও ইউনিয়ন পর্যায়ে কৃষি বিভাগের যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হতো এসব বীজাগার থেকে। অল্প সময়ের মধ্যে এর সুফল পায় প্রান্তিক পর্যায়ের কৃষকরা। পরে ডিলারের মাধ্যমে (বেসরকারিভাবে) সার, বীজ ও কীটনাশক খোলাবাজারে বাজারজাত করা শুরু হলে একপর্যায়ে এসব বীজাগার বন্ধ করে দেওয়া হয়।
রামগতি উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ছালেহ উদ্দিন পলাশ ও কমলনগর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুশান্ত কুমার দত্ত জানান, নির্দিষ্ট কার্যালয় না থাকায় তাদেরকে মাঠে ঘুরে ঘুরে কাজ করতে হয়। এতে প্রয়োজনের সময় কৃষকদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় না।
বীজাগারগুলো সংস্কার করে সেখানে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কার্যালয় ও কৃষি পরামর্শকেন্দ্র স্থাপন করা যেতে পারে। এতে কৃষকেরা উপকৃত হবেন। পাশাপাশি কৃষি উৎপাদন সমৃদ্ধ হবে।
লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা ড. মো. সফি উদ্দিন বলেন, বেদখল হওয়া জমি উদ্ধারে মামলা করা হয়েছে। ইউনিয়ন বীজাগারের জরাজীর্ণ ভবনগুলো সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিভিন্ন সময়ে চিঠি দেওয়া হয়েছে।
*লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ বিভাগে শতাধিক পদ শূন্য
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
আরআই