শুক্রবার (২৪ নভেম্বর) সকালে শহরের ডনবস্কো স্কুল এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর সাংস্কৃকিত ইনস্টিটিউট মিলনায়তনে গিয়ে শেষ হয়।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্ধোধন করেন মারমা স্টুডেন্ট কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক সুইবাই রোয়াজা।
এছাড়া বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেয়।
সমাজে শিক্ষার উন্নয়ন, সামাজিক সম্পর্ক সুদৃঢ়করণ এবং উচ্চ শিক্ষায় মারমা শিক্ষার্থী বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৯ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। শিক্ষার উন্নয়নের পাশাপাশি সামাজিক অসঙ্গতি প্রতিরোধ এবং ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য রক্ষার্থে কাজ করে যাচ্ছেন সংগঠনের নেতাকর্মীরা।
পরে দুপুরে স্থানীয় অরুন সারকি টাউন হলে আলোচনা সভা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
টিএ