পাথরঘাটা (বরগুনা): অপহৃত দুই মাঝিকে মুক্ত করার জন্য ১০ লাখ টাকা দাবি করছে দস্যুরা। অপহরণের ৬দিন পর অপহৃত মো. রবিউল ইসলাম ও ইউসুফের পরিবারের কাছে মোবাইলে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে সুন্দরবনের পরিচয়হীন একটি দস্যু বাহিনী।
অপহৃত জেলেদের বাড়ি বরগুনার নলটোনা ইউনিয়ন ও পাথরঘাটার কাঁকচিড়া ইউনিয়নে।
শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বাংলানিউজকে জানান, ১৯ নভেম্বর সুন্দরবনের মান্দারবাড়িয়া খালে এফবি ভাই ভাই ট্রলারের মাঝি রবিউল ইসলাম ও এফবি বাবুল ট্রলারের মাঝি ইউসুফকে অপহরণ করে সুন্দরবনের ওই দস্যু বাহিনী।
জেলেরা সুন্দরবনের মান্দারবাড়িয়া খালে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় ওই দুই ট্রলারের দুই জেলেকে অপহরণ করে সুন্দরবনের গহীনে নিয়ে যায় দস্যুরা।
তিনি আরও জানান, দস্যু বাহিনী তাদের পরিচয় দেয়নি। তবে ০১৭৭২৩৪৩৭৫৯ নম্বর থেকে তারা জেলে পরিবারের কাছে ফোন করে মুক্তিপণের টাকা দাবি করে।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ২৪ নভেম্বর, ২০১৭
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।