শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত তার কারাদণ্ডাদেশ দেন। বিকেলে তাকে রাজশাহী কারাগারে পাঠানো হয়।
এর আগে সকালে তাকে পুলিশের কাছে সোপর্দ করে পরিবার।
রাজশাহীর বাঘা থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) হীরেন্দ্রনাথ প্রামাণিক জানান, মাদকাসক্ত ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে তার বাবা জমির উদ্দিন ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় দোষ স্বীকার করেন মতিউর।
মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন রেজা দুপুরে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে আদালতের নির্দেশে তাকে বিকেলে কারাগারে পাঠানো হয় বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
এসএস/আরআর