ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নাটোর: নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সমজান আলী (৩২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের কানাইখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সমজান সদর উপজেলার মদনহাট গ্রামের মো. লোকমান হোসেনের ছেলে।

নাটোর ফায়ার স্টেশন কর্মকর্তা মো. মহিউদ্দিন বাংলানিউজকে বলেন, বিকেলে শহরের কানাইখালি এলাকায় একটি ভবনের চারতলায় নির্মাণ কাজ করছিলেন সমজান। এসময় একটি লোহার রড নিয়ে যাওয়ার সময় ভবনের পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার কেভি ভোল্টের বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে নিচে পড়ে যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সমজানকে উদ্ধার নাটোর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।