শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ জেলা ও নগর মহিলা দলের কর্মী সমাবেশে কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এমন ঘোষণা দেন।
এ সময় কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ আগামী ২ মাসের মধ্যে ময়মনসিংহ জেলা, মহানগর ও উপজেলার সব ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি করার নির্দেশ দেন।
এর আগে দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবন-৩ এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশের বাধায় নগরীর হরিকিশোর রায় রোডস্থ দক্ষিণ জেলা বিএনপির অফিসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ.জেড.এম.জাহিদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন-দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এ কে এম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
এ সময় ডা. জাহিদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এলাকায় যারা থাকেন শুধু তারাই নেতৃত্বে আসবেন। এটি শুধু মহিলা দলের জন্য নয়, বিএনপির সব অঙ্গ সংগঠনের জন প্রযোজ্য।
অধ্যাপিকা রায়হানা ফারুক ও ফারজানা হুসনার নেতৃত্বাধীন ময়মনসিংহ জেলা মহিলা দলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করায় নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দলীয় নেতাকর্মীরা বলছেন, নতুন এ কমিটির মাধ্যমে মহিলা দলের রাজনীতিতে গতি আসবে।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
এমএএএম/আরআর