ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাঁচবিবির তুলশীগঙ্গা নদীর পুনঃখনন কাজের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
পাঁচবিবির তুলশীগঙ্গা নদীর পুনঃখনন কাজের উদ্বোধন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু খনন কাজের উদ্বোধন করেন

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কলন্দপুর তুলশীগঙ্গা নদীর প‍ুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু এ খনন কাজের উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, বর্তমান সরকার কৃষি ও অর্থনীতির উন্নয়নে ব্যাপক কাজ করে চলেছে।

দেশের মানুষ ইতোমধ্যে এর সুফলও পেতে শুরু করেছেন।

এ উপলক্ষে জয়পুরহাট বরেন্দ্র কর্তৃপক্ষের আয়োজনে কলন্দপুর বেইলি ব্রিজ সংলগ্ন মাঠে আয়োজিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীবুল আলম, বরেন্দ্র কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী আল মামুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মণ্ডল, এনজিও মোতরাজ'র নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম শাহিন প্রমুখ।
বরেন্দ্র কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী আল মামুনুর রশিদ জানান, ৩০ লাখ টাকা ব্যয়ে ৩ কিলোমিটার নদীর খনন কাজ আগামী ২ মাসের মধ্যে শেষ করা হবে। এতে কৃষি কাজে সেচ সুবিধা ছাড়াও বিলুপ্ত প্রায় দেশীয় মাছ চাষ হবে। এছাড়া নদী তীরে যে বনাঞ্চল সৃষ্টি করা হবে তা থেকে পরিবেশ উন্নয়নের পাশাপাশি এ থেকে দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হবেন।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ২৪ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।