শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারেন্ট জাল জব্দ করা হয়।
পাশাপাশি জব্দ করা হয়েছে ওই কারেন্ট জাল বহনকারী একটি ট্রলার।
বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ড দক্ষিণ জোন বরিশাল স্টেশনের পেটি অফিসার এম জুলহাস উদ্দিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাবাদ সংলগ্ন কীর্তনখোলা নদীতে অভিযান চালালে একটি ট্রলার থেকে ৫৫ বস্তা নতুন কারেন্ট জাল জব্দ করা হয়।
তিনি আরও জানান, এতে আনুমানিক নতুন ৩০ থেকে ৩৫ লাখ মিটার কারেন্ট জাল রয়েছে। যা ঢাকা থেকে পটুয়াখালীর কালাইয়ার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিলো।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
এমএস/এসএইচ