ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্রের উদ্বোধন বিষয়ক মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্রের উদ্বোধন বিষয়ক মতবিনিময় শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্রের উদ্বোধন বিষয়ক মতবিনিময়

মৌলভীবাজার: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী চায়ের রাজধানী শ্রীমঙ্গলে দেশের ২য় চা নিলাম কেন্দ্রের উদ্বোধন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে শ্রীমঙ্গলের টি হ্যাভেন রিসোর্টের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফ।

বিশেষ অতিথি ছিলেন- বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালক (যুগ্ম সচিব) মো. ওবায়দুল আযম, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মো. মিছবাউর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- চা শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা, চা বাগানের মালিক, চা ব্যবসায়ী, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের বিভিন্ন অঞ্চলে একাধিক সভা-সমাবেশে শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্র নির্মাণের ঘোষণা দেন। এ পরিপ্রেক্ষিতে এই চা নিলাম কেন্দ্র শীঘ্রই উদ্বোধন হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।