শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মর্তুজা খানের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত জেন্টু নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের বেলাল হোসেনের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. আলমগীর পাশা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় শহরের বনবেলঘড়িয়া এলাকা থেকে এক বোতল চোলাই মদসহ জেন্টুকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তিনি দোষ স্বীকার করায় বিচারক তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
আরবি/