শুক্রবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে ওই ইউনিয়নের দূর্গাপুর খানকাপাক বাজারে এ ঘটনা ঘটে। নিহত সবুজ মণ্ডল দূর্গাপুর গ্রামের মৃত লোকমান মণ্ডলের ছেলে ও ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
পাবনার সুজানগর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বাংলানিউজকে বলেন, শুক্রবার রাত ৮টার দিকে দূর্গাপুর খানকাপাক বাজারের লাল মিয়ার দোকানে বসে কথা বলছিলেন সবুজ। এ সময় কয়েকজন যুবক এসে তাকে ধরে দোকান থেকে বের করে প্রকাশ্যে গুলি করে সর্বহারা দলের স্লোগান দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ভয়ে ওই বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়।
নিহত সবুজ মণ্ডলও ওই এলাকার অপর একটি চরমপন্থি সংগঠন জুলহাস বাহিনীর আঞ্চলিক নেতা ছিলেন। এলাকায় আধিপত্য বিস্তার ও শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ২৪ নভেম্বর, ২০১৭
আরএ