ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাবনায় সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
পাবনায় সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা

পাবনা: আধিপত্য বিস্তার ও শত্রুতার জের ধরে পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নে সবুজ মণ্ডল (৩৮) নামে সাবেক এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে চরমপন্থি দলের সদস্যরা।

শুক্রবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে ওই ইউনিয়নের দূর্গাপুর খানকাপাক বাজারে এ ঘটনা ঘটে। নিহত সবুজ মণ্ডল দূর্গাপুর গ্রামের মৃত লোকমান মণ্ডলের ছেলে ও ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।


 
পাবনার সুজানগর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বাংলানিউজকে বলেন, শুক্রবার রাত ৮টার দিকে দূর্গাপুর খানকাপাক বাজারের লাল মিয়ার দোকানে বসে কথা বলছিলেন সবুজ। এ সময় কয়েকজন যুবক এসে তাকে ধরে দোকান থেকে বের করে প্রকাশ্যে গুলি করে সর্বহারা দলের স্লোগান দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ভয়ে ওই বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়।

নিহত সবুজ মণ্ডলও ওই এলাকার অপর একটি চরমপন্থি সংগঠন জুলহাস বাহিনীর আঞ্চলিক নেতা ছিলেন। এলাকায় আধিপত্য বিস্তার ও শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলেও জানান তিনি।

এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ২৪ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।