ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলানিউজে সংবাদ প্রকাশের পর বদলে গেছে রামসাগর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
বাংলানিউজে সংবাদ প্রকাশের পর বদলে গেছে রামসাগর অসামাজিক কার্যকলাপ রোধে কড়া নজরদারি শুরু করেছে ট্যুরিস্ট পুলিশও। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: বাংলানিউজে সংবাদ প্রকাশের পর উন্নতি হয়েছে দিনাজপুর তথা দেশের অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট স্পট রামসাগর জাতীয় উদ্যানের পরিবেশের।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গত ২৫ সেপ্টেম্বর ‘অসামাজিক কার্যকলাপে দর্শনার্থী সংকটে রাম সাগর’ শিরোনামে বাংলানিউজে সংবাদ প্রকাশের নড়ে চড়ে বসে কর্তৃপক্ষ ও ট্যুরিস্ট পুলিশ।  

ইতোমধ্যেই কর্তৃপক্ষ রাম সাগরের চারপাশে থাকা ছোট বড় ঝাড়-জঙ্গল পরিষ্কার করেছে।

চিড়িয়াখানাটির চারপাশের জঙ্গলও পরিষ্কার করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হয়েছে। অসামাজিক কার্যকলাপ রোধে কড়া নজরদারি শুরু করেছে  ট্যুরিস্ট পুলিশও।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে পরিবারসহ ঘুরতে আসা শহরের বালুবাড়ি এলাকার ওমর ফারুক বাংলানিউজকে বলেন, স্থানীয় প্রশাসনের এমন উদ্যোগের খবর পেয়ে আজ  বেড়াতে এসেছি। অসামাজিক কার্যকলাপ রোধে কড়া নজরদারি শুরু করেছে ট্যুরিস্ট পুলিশও।  ছবি: বাংলানিউজতিনি জানান, গত কয়েক মাস আগে পরিবার নিয়ে বেড়াতে এসে ছেলেমেয়েদের অসামাজিক কার্যকলাপ দেখে লজ্জায় ফিরে যেতে হয় তাকে। তবে এখন সার্বক্ষণিক ট্যুরিস্ট পুলিশ টহল দেওয়ায় পরিবেশ ফিরে এসেছে। এখন পরিবার নিয়ে আসার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। ধন্যবাদ বাংলানিউজকে।

এ ব্যাপারে দিনাজপুর ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. মাসুদুর রহমান মাসুদ বাংলানিউজকে জানান, রামসাগরের চারপাশের ঝোপ-জঙ্গলে উঠতি বয়সের ছেলে-মেয়েরা অসামাজিক কাজে লিপ্ত থাকতো। বাংলানিউজের সংবাদ প্রকাশ ও দর্শনার্থীদের অভিযোগে এসব জঙ্গল পরিষ্কার করা হয়। এছাড়া উদ্যানে নিয়মিত টহল দেয় ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। সন্ধ্যার পর আর কাউকে এখানে থাকতে দেওয়া হয় না। খুব শিগগিরই রাম সাগর এলাকায় অসামাজিক কার্যকলাপ শূন্যের কোঠায় নেমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ সময় : ০৯০১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।