ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৭ মার্চের স্বীকৃতি উদযাপনে ফেনীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
৭ মার্চের স্বীকৃতি উদযাপনে ফেনীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ৭ মার্চের ভাষণ বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত হওয়ায় ফেনীতে বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি: বাংলানিউজ

ফেনী: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত হওয়ায় ফেনীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জেলা প্রশাসন।

শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।

এরপর জেলা প্রশাসন কার্যালয় থেকে শুরু শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ সুপার (এসপি) এসএম জাহাঙ্গীর আলম সরকার, সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুলদীপ চাকমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামুল করিম,জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান বিকম প্রমুখ।

জেলা, উপজেলা প্রাশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ কয়েক হাজার লোক শোভাযাত্রাটিতে অংশ নেয়।

এছাড়াও এ উপলক্ষে ফেনীর সিনেমা হলগুলোতে ও রাতে ট্রাঙ্ক রোড়ের কুমিল্লা বাসস্ট্যান্ডে  মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক চলচ্চিত্র ‌'ওরা ১১ জন' ছবিটি প্রদর্শিত হবে।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।