শনিবার (২৫ নভেম্বর) সকালে গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তের ১২৬৬ মেইন পিলারের ৫ নং সাব পিলার সংলগ্ন সীমান্ত এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে ১২৬৬ মেইন পিলার সংলগ্ন ৫ নং সাব পিলারের সংলগ্ন এলাকায় জ্বালানির জন্য কাঠ সংগ্রহে যায় ওই যুবক।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সোনারহাট সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার হুমায়ন রশিদ বাংলানিউজকে বলেন, সীমান্ত এলাকায় জ্বালানির জন্য কাঠ সংগ্রহে গেলে ওই যুবক গুলিবিদ্ধ হন।
এদিকে নিহতের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে এলে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে নিহতের বাড়ির উদ্দেশে রওনা হয়েছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
এনইউ/জেডএস