প্রশাসন থেকে সাধারণ জনগণ-সবই সমবেত শহীদ মিনার অঙ্গনে। তিল ধারণের ঠাঁই নেই সম্মুখ পানের সড়কেও।
চারিদিকে ধ্বনিত ‘তোমাদের যা কিছু আছে, তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব- এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ’ এ কথা বলার সঙ্গে সঙ্গেই উপস্থিত জনতার কন্ঠে একটাই সুর `জয় বাংলা.. জয় বাংলা’।
বাংলার জনগণকে ঐক্যবদ্ধ করতে সেই দরাজ কণ্ঠের ভাষণই যথেষ্ট-এমন উপলব্ধি মুখ থেকে বেরিয়ে এলো উপস্থিত প্রশাসনের কয়েক কর্তা ব্যক্তির।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এ ভাষণকে স্বীকৃতি দিয়ে ‘মেমরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ এ (এমওডব্লিউ) তালিকাভুক্ত করা হয়েছে।
এ উপলক্ষ্যে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৫ নভেম্বর) সকালে সিলেটে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সিলেট রেজিস্ট্রি মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমবেত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রায় অংশ নেন সেক্টর কমান্ডার ফোরাম, মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আনসার-গ্রাম প্রতিরক্ষা ইউনিট, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ লোকজন।
কেন্দ্রীয় শহীদ মিনারে ৭ ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
এনইউ/আরআই