শনিবার (২৫ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর থেকে শোভাযাত্রায় অংশগ্রহণ করা এক সরকারি কর্মকর্তা বাংলানিউজকে এ কথা বলেন।
তিনি বলেন, ‘৭৫’র পর বঙ্গবন্ধুর এ ভাষণকে ইতিহাস থেকে মুছে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে।
শাহবাগ মোড়ে শোভাযাত্রায় অংশ নেওয়া কলেজ শিক্ষক তাজউদ্দিন বাংলানিউজকে বলেন, ‘শোভাযাত্রায় অংশ নিতে পেরে খুবই ভালো লাগছে। জাতীর পিতার প্রতি বাঙালি জাতির এ সম্মান দেখে মন আবেগে আপ্লুত হয়েছে। এ শোভাযাত্রা থেকে সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই, আমরা আমাদের জাতির পিতাকে ভুলিনি। যতোদিন বাঙালি জাতির অস্তিত্ব থাকবে, ততোদিন বঙ্গবন্ধুর নাম সম্মানের সঙ্গে এ জাতি স্মরণ করবে’।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৬টায় ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং র্যালির উদ্বোধন করেন।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’র স্বীকৃতি অর্জন করায় দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে আনন্দ শোভাযাত্রা।
সোহরাওয়ার্দী অভীমুখে শোভাযাত্রায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ বাংলাদেশ বেতার, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন স্কুল, কলেজ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা র্যালিতে অংশগ্রহণ করেছেন।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
এমএসি/জেডএস