শনিবার (২৫ নভেম্বর) সকালে আনন্দ শোভাযাত্রা শেষে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে আলোচনা সভায় যিয়ানের হাতে পুরস্কার তুলে দেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, জেলা প্রশাসক হোমায়রা বেগম ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান।
এ সময় যিয়ানের কন্ঠে ৭ মার্চের ভাষণ সবাইকে মুগ্ধ করে।
আহমেদ শেহজাদ যিয়ান কাকলী শিশু অঙ্গনের শিশু শ্রেণির ছাত্র এবং লক্ষ্মীপুর শিশু একাডেমির চিত্রাঙ্কন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় জেলা প্রশাসন ও লক্ষ্মীপুর শিশু একাডেমির উদ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অংশ নেয়। চিত্রাঙ্কন ‘ক’ বিভাগে যিয়ান প্রথম, পিটিআই সংলগ্ন পরীক্ষণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩য় শ্রেণির ছাত্র সোহানুর দ্বিতীয়, বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী রমিতা রাণী দে কৃপা তৃতীয় হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘন্টা, নভেম্বর ২৫, ২০১৭
আরআই