শনিবার (২৫ নভেম্বর) সকালে নেত্রকোনার সদর থানার কাষ্টখোলা গ্রামের আত্মীয় দেলোয়ার হোসেনের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে দুপুরে তাদের আশুলিয়ায় থানায় আনা হয়।
মানিক আশুলিয়ার কবিরপুর গ্রামের বাসিন্দা ও তার স্ত্রী নারগিস আক্তারের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম বাংলানিউজকে জানান, এনজিও কর্মী সাবিনা ইয়ামিনকে হত্যা করে মাটি চাপা দিয়ে রাখে মানিক দম্পতি। ১৮ অক্টোবর রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর থেকে মানিক দম্পতি পলাতক ছিলেন।
এ ঘটনায় মানিক দম্পতিকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সকালে নেত্রকোনা সদর থানার কাষ্টখোলা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ মামলায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
এনটি