শনিবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন।
অভিযুক্ত সিলেট সদর উপজেলার সিদ্দিক প্লাজার স্বত্বাধিকারী ইশতিয়াক আহমদ মার্কেট তৈরির জন্য বেশ কিছুদিন ধরে ভবনের পাশ্ববর্তী একটি টিলা কাটাচ্ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিরাজাম মুনিরা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মার্কেট তৈরির লক্ষ্যে টিলা কাটার দায়ে পরিবেশ আইনে মামলা দায়ের করে ওই ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
এনইউ/জিপি