শনিবার (২৫ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে স্ব-স্ব কমিটির কাছে শিশুগুলোকে হস্তান্তর করা হয়।
ঢাকা আহছানিয়া মিশনের ইউনিক-২ প্রকল্প পাথরঘাটার এরিয়া ম্যানেজার মো. মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, পাথরঘাটা উপজেলার কালমেঘা, পাথরঘাটা সদর, চরদুয়ানি, কাঠালতলী, নাচনাপাড়া ইউনিয়নের ৪০ শিশুকে শিখন কেন্দ্র হস্তান্তার করা হয়েছে।
ঢাকা আহসানিয়া মিশনের ইউনিক প্রকল্পের আওতায় বরগুনার পাথরঘাটায় সিডর পরবর্তী সময়ে সুবিধা বঞ্চিত, অবহেলিত এবং ঝরে পড়া শিশুদের শিক্ষা নিশ্চিত করার জন্য উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কার্যক্রম শুরু করা হয়। ২০১১ সাল থেকে এ কার্যক্রম শুরু হয়ে চলতি বছরের ৩০ নভেম্বর শেষ হবে।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
এনটি