শনিবার (২৫ নভেম্বর) দুপুরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের আয়োজনে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
অধিবেশনে অলোচকরা বলেন, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে একটি স্কাউট/গার্ল ইন স্কাউট, রোভার/গার্ল ইন রোভার স্কাউট দল ও গার্ল গাইড/রেঞ্জার দল গঠন করার সিদ্ধান্ত হয়েছে।
অনুষ্ঠানে ঢাকা অঞ্চলের আঞ্চলিক কমিশনার সৈয়দা শাহেদা হোসাইন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান।
গার্ল গাইডস্-এর স্থানীয় কমিশনার পারভিন ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফকরুল আলম সমর। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোসা. রওশনারা চৌধুরী। বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার সৈয়দা রেহানা ইমাম প্রমুখ।
আয়োজিত আঞ্চলিক পরিষদের অধিবেশনে ঢাকা অঞ্চলের ১৩ জেলার দুই শতাধিক কাউন্সিলর ও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। অধিবেশন শেষে গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
আরআর