ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রায়পুরে সিএনজির ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
রায়পুরে সিএনজির ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় ফাহাদ হোসেন (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

ফাহাদ আবদুল আলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ও স্থানীয় আলম মিঝির ছেলে।

শনিবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার চরমোহনা ইউনিয়নের মাইজের পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮ টার দিকে ফাহাদ রাস্তা পার হওয়ার সময় রায়পুর থেকে ছেড়ে আসা একটি সিএনজি (লক্ষ্মীপুর মেট্র ১১-১০৬৪) তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় অটোরিকশাসহ চালক বিল্লাল হোসেনকে আটক করে এলাকাবাসী।

রায়পুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোলায়মান বাংলানিউজকে জানান, নিহত শিশুর পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করা হয়নি। বিষয়টি স্থানীয়ভাবে সমঝোতা হওয়ায় অটোরিকশাসহ চালককে ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।