ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হত্যাকাণ্ডের ৮ মাস পর আসামি গ্রেফতার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
হত্যাকাণ্ডের ৮ মাস পর আসামি গ্রেফতার 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বাবুরাইলে মোসাম্মদ বেগম (২৭) হত্যাকাণ্ডের ৮ মাস পর  সিলেটের ভারত সীমান্ত এলাকা থেকে সাইফুল ইসলাম টুকুনকে (৩৫)  গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে আসামিকে থানায় হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীম আহম্মেদ।

গ্রেফতার সাইফুল ইসলাম টুকুন জামালপুর জেলার ছোট ঢোপীতলা এলাকার মৃত আফছার আলীর ছেলে।

সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আহমেদ জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে সাইফুল ইসলাম টুকুনকে শুক্রবার রাতে সিলেটের ভারত সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাবাদ চলছে।

গত ৯ মার্চ মধ্যরাতে সাইফুল ইসলাম টুকুন তার স্ত্রী মোসাম্মদ বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। নিহতের কোনো স্বজন না থাকায় পুলিশের এসআই প্রবীর কুমার বাদী হয়ে সাইফুল ইসলাম টুকুনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।