ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দেশকে এগিয়ে নেওয়াই আ’লীগের প্রতিজ্ঞা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
দেশকে এগিয়ে নেওয়াই আ’লীগের প্রতিজ্ঞা পররাষ্ট্র প্রতিমন্ত্রী-ছবি-বাংলানিউজ

রাজশাহী:  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় বাংলাদেশ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। আমরা এজন্য গর্বিত। আমাদের উন্নত শির যেন পরাভূত না হয় সেদিকে খেয়াল রেখে আওয়ামী লীগকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেশকে এগিয়ে নেওয়াই হবে আওয়ামী লীগের প্রতিজ্ঞা।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে, এর মধ্যে দিয়ে বাঙালি জাতি এগিয়ে যাবে এটাই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিজ্ঞা।

এ জন্য দলীয় নেতকর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।  

প্রতিমন্ত্রী দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে তার নেতৃত্বে উৎসবমুখর পরিবেশে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন. সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, অধ্যাপক ডা. রফিকুল আলম, জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম, সিনিয়র এএসপি (চারঘাট সার্কেল) রফিকুল আলম, উপাধ্যক্ষ সাহাজ উদ্দিন, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক বক্তব্য দেন।  

পরে বিকেলে প্রতিমন্ত্রী নিমপাড়া ইউনিয়নের কালুহাটি মাঠে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
এসএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।