ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবসে সাতক্ষীরায় আলোচনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবসে সাতক্ষীরায় আলোচনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরায় আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) বিকেলে সদর উপজেলার জেয়ালা গ্রামে গবেষণা প্রতিষ্ঠান বারসিক এ সভার আয়োজন করে।

জেয়ালা গ্রামের কৃষি পরামর্শক এমদাদুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জেয়ালা নারী সংগঠনের সদস্য জেসমিন আরা, বারসিকের কমিউনিটি ফ্যাসিলেটর মাহিদা মিজান, ফকির চন্দ্র ঢালী, ওমর ফারুক রনি, সুমন হোসেন, সাতক্ষীরা শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, বারসিকের যুব সংগঠক ফজলুল হক প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা ক্রমান্বয়ে বাড়ছে। ঘরে-বাইরে সব জায়গাতেই নির্যাতিত হচ্ছে নারী। শত বাধা পেরিয়ে তারপরও দেশের অগ্রগতিতে ভূমিকা রাখছেন নারীরা। তাই নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এখনই এক হওয়ার সময়।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।