ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
ময়মনসিংহে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ৭ই মার্চের স্বীকৃতি উদযাপনে ময়মনসিংহে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষে ময়মনসিংহে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর টাউন হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান, জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচাল হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় মহান মুক্তিযুদ্ধের চেতনার বিভিন্ন সঈীত পরিবেশন করেন জাতীয় ও স্থানীয় শিল্পীরা।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।