যার খেসারত দিতে হচ্ছে পৌরবাসীকে। দিনের পর দিন পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
মানুষের দুর্দশা খণ্ডাতে এই খানা-খন্দক ভরাটে উদ্যোগ নিয়েছেন দুই ব্যক্তি। চলতি মাসে শহরের থানার মোড় থেকে চকসূত্রাপুর সড়কের কাজ মেরামত কাজ করেন বগুড়া ট্রাক মালিক সমিতির সভাপতি শুকরা এন্টারপ্রাইজের মালিক আব্দুল মান্নান আকন্দ। এবার তার সঙ্গে যুক্ত হয়েছেন বগুড়া চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক এবিসি টাইলসের মালিক আবুল কালাম আজাদ।
দু’জনের যৌথ উদ্যোগে শহরের ১ ও ৪নং ওয়ার্ডের নূরানী মোড় থেকে হাকির মোড় পর্যন্ত সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। পাশাপাশি আগের সড়কের সংস্কার কাজ অব্যাহত রয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত অ্যাডিশনাল ডিআইজি) মো. আসাদুজ্জামান বিপিএম।
এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় পুলিশ সুপার ছাড়াও বগুড়া চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি ও এফবিসিআই’র পরিচালক মাসুদুর রহমান মিলন, ওয়ার্ড কাউন্সিলর পৌরসভার প্যানেল মেয়র শেখ শামছুদ্দিন হেলাল, সড়ক সংস্কারের উদ্যোগী আব্দুল মান্নান আকন্দ, আবুল কালাম আজাদ, ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ সার্জিল আহমেদ, বগুড়া ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
বগুড়া ট্রাক মালিক সমিতির সভাপতি শুকরা এন্টারপ্রাইজের মালিক আব্দুল মান্নান আকন্দ বলেন- সড়কের খানা-খন্দকের কারণে মানুষের দুর্ভোগের মাত্রা ক্রমেই বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে জনদুর্ভোগ। দীর্ঘদিন ধরে সড়কটির এ অবস্থা দেখে সংস্কারের জন্য মেয়রের কাছে যাওয়া হয়। তাকে চিঠি দেওয়া হয়। কিন্তু কোনো লাভ হয়নি। তাই ভুক্তভোগী পৌরবাসীর সুবিধার্থে নিজ উদ্যোগে সড়কগুলোর সংস্কারের কাজ শুরু করা হয়েছে। এখন দেখা যাক কতটুকু সামনে এগোনো যায় যোগ করেন আব্দুল মান্নান আকন্দ।
আরেক উদ্যোগী আবুল কালাম আজাদ বলেন, ‘আব্দুল মান্নান আকন্দের উৎসাহ থেকে নিজেকে এ কাজে সম্পৃক্ত করেছি। সংশ্লিষ্টরা এগিয়ে আসেনি। তাই বলে রাস্তাঘাটগুলোর বেহালদশা চেয়ে চেয়ে আর কতদিন দেখা যায়। কত দিনই বা দুর্ভোগ সহ্য করা যায়। এসব ভাবনা থেকে রাস্তা সংস্কারের কাজে নিজেকে নিয়োগ করেছি’।
বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান বাংলানিউজকে বলেন- এটি অনেক পুরানো ও বড় আয়তনের পৌরসভা। সে অনুযায়ী রাস্তাঘাটও প্রচুর। অনেক রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত বাজে। সেগুলো মেরামত করা জরুরি। কিন্তু অর্থ বরাদ্দ না পাওয়ায় রাস্তাগুলো সংস্কার করা সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
এমবিএইচ/বিএস