শনিবার (২৫ নভেম্বর) রাত ৮টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এসব শিল্পীদের হাতে সনদপত্র তুলে দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি।
পাঁচ শিল্পীর মধ্যে সৃজনশীল সংগঠক হিসেবে জীবন কানাই চক্রবর্তী, আবৃত্তি ও উপস্থাপক অজয় কুমার ভৌমিক, কন্ঠ সংগীত রূপালী চম্পক, নাট্য কলা-শহীদ পাটওয়ারী ও সৃজনশীল সংস্কৃতিক গবেষক হিসেবে প্রকৌশলী দেলোয়ার হোসেনকে সম্মাননা দেওয়া হয়।
জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো. আব্দুস সবুর মণ্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
এনটি