রোববার (২৬ নভেম্বর) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সুগার মিলের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন তারা।
এক ঘণ্টা তারা ঈশ্বরদী-পাবনা মহাসড়ক অবরোধ করে রাখেন।
সেক্টর কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের ডাকা কর্মসূচির অংশ হিসেবে প্রায় ৮শ’ শ্রমিক-কর্মচারী এ কর্মসূচি পালন করেন।
এ সময় পাবনা সুগার মিলের ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সুগার মিল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জ্বল, শ্রমিক কে এম আব্দুর রশিদ, আরিফুর রহমান আরিফ, সাজেদুল ইসলাম শাহিন, বাবুল আলম বাবু, রবিউল ইসলাম রবি, জিল্লুর রহমান, আইনুল হক, ইমদাদুল হক চৌধুরী, আকবর হোসেন, মঞ্জুরুল ইসলাম, আনোয়ার হোসেন, আবু তাহের তালুকদার, মনিরুল ইসলাম, এস্কেন্দার আলী, রমজান আলী প্রমুখ।
বক্তারা বলেন, ২০১৭ সালের ৩০ নভেম্বর এর মধ্যে সর্বনিম্ন ৮,৭৫০ টাকা সর্বোচ্চ ১৩৫০০ টাকা প্রারম্ভিক মজুরি নির্ধারণ করে জাতীয় স্কেল ঘোষণা এবং ১ জুলাই ২০১৫ তারিখ থেকে জাতীয় স্কেল কার্যকর না হলে বৃহত্তর আন্দোলন করা হবে।
বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এসআই