রোববার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। রোকেয়া বেগম মানিকগঞ্জ জেলার সুলতান মৃধার স্ত্রী।
মৃত নারীর ছেলের বউ মাজেদা বেগম বাংলানিউজকে জানান, পারিবারিক বিষয় নিয়ে প্রায় সময় শাশুড়ির সঙ্গে ঝগড়া হতো। এ কারণে রোববার সকালে মেয়ে রুমা বাসায় এসে তার মাকে (মাজেদার শাশুড়ি) বুঝানোর চেষ্টা করে। পরে মাকে বুঝিয়ে মেয়ে রুমা বাসা থেকে চলে যান।
পরে মাজেদা তার মেয়েকে স্কুলে দিয়ে বাসায় এসে দেখেন ঘরের আড়ার সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন শাশুড়ি রোকেয়া বেগম। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ি ইনর্চাজ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, রোকেয়া বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এজেডএস/জিপি