রোববার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় জেলা পরিষদের হল রুমে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- সদর সেনা জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল জিএম সোহাগ, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক জিয়া আহম্মেদ সুমন, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন প্রমুখ।
সভায় পার্বত্য চুক্তির দুই দশক পূর্তি উপলক্ষে তিনদিন ব্যাপী কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে ২৯ নভেম্বর প্রামাণ্য চিত্র প্রদর্শনী, ৩০ নভেম্বর পার্বত্য চুক্তি নিয়ে সেমিনার এবং ১ ডিসেম্বর সকালে বর্ণাঢ্য র্যালি, বিকেল ৩টায় ঐতিহাসিক স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
টিএ