ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিরপুরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
মিরপুরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন মরে যাওয়া মাছ দেখে সর্বশান্ত চাষী

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় চাষ করা মাছের পুকুরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুকুরের সব মাছ মরে গেছে।

রোববার (২৬ নভেম্বর) ভোরে উপজেলার কচুবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কচুবাড়ীয়া গ্রামের ভাদুর ছেলে কৃষক জেনার আলী ও মৃত রাহাত আলীর ছেলে রিয়াজতুল্লাহ বর্গা এনে একটি পুকুরে মাছ চাষ করেন।

রোববার ভোরে তাদের এ পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে সর্বশান্ত হয়ে গেছেন তারা। মরে যাওয়া মাছ

রিয়াজতুল্লাহ বাংলানিউজকে বলেন, পুকুরটি বর্গা এনে আমরা দুইজন মিলে মাছ চাষ করেছিলাম। প্রতিদিন সকালে আমরা মাছের খাবার দিতে যাই। রোববার সকালে খাবার নিয়ে পুকুরে গেলে দেখা যায় পুকুরের সব মাছ মরে পানিতে ভেসে গেছে। পরে স্থানীয় ডাক্তারকে দেখালে তিনি বলেন পুকুরে বিষ দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, পুকুরে প্রায় ১১০ মণ পাঙ্গাস ও ৫ মণ মনোসেক্স জাতের মাছ ছিলো। বিষ প্রয়োগে সব মাছ মরে গেছে।

আমলা পুলিশ ক্যাম্পের সহকারী উপ পরিদর্শক (এএসআই) সোহেল রানা বাংলানিউজকে জানান, পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ নিধন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।